arrow_forward

Flash News

arrow_back

Flash News

এসইউবির ‘স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’ এর উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৩ পালিত

এসইউবির ‘স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’ এর উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৩ পালিত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ‘স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’ এর অধীনে পরিচালিত ফার্মেসি বিভাগের উদ্যোগে ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হল Pharmacy strengthening health systems। অনুষ্ঠানের প্রারম্ভে সকাল .৩০ মিনিটে বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য ্যালির আয়োজন করা হয়। বেলুন এবং পায়রা উড়ানোর মধ্য দিয়ে ্যালির শুভ সূচনা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক . নওজিয়া ইয়াসমীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের প্রাক্তন ডিন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এর উপদেষ্টা অধ্যাপক . মোঃ আব্দুর রশীদ, এসউবির উপদেষ্টা অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) কে এম সালজার হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক . মোঃ হাসান কাওসার, রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জামাল হোসেন, স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এর নব নিযুক্ত ডীন অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম পাঠান এবং বিভাগীয় প্রধান অধ্যাপক . কোহিনূর বেগম। র্যালিতে আরো উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক পরিচালক জনাব মতিউর রহমান এবং ড. খন্দকার সগির আহমেদ, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং অপেরেশনস এর পরিচালক মুহসিন মিয়া, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রেগুলেটরি কমপ্লায়েন্সের ম্যানেজার এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামছুল আলম প্রমুখ। এই উদযাপনের অংশ হিসেবে ফার্মেসী বিভাগে সারাদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা, ফার্মা অলিম্পিয়াড, ইনডোর গেমস, কালচারাল প্রোগ্রামসহ নানা ধরনের ইভেন্টে মুখরিত ছিল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মেইন ক্যাম্পাস। বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৩ পালনে সহায়তা করার জন্য এসউবির স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এর পক্ষ থেকে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।  

News

*** Admission going on for Spring 2025 *** LLB Admission Form Fill-up Last Date 30th, October 2024 *** LLB Admission Test Date 2nd, November 2024 *** Congratulations! to all the newly enrolled advocates from the State University of Bangladesh ***
cancel arrow_drop_up