এসইউবির ফার্মেসী বিভাগের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২২ উদযাপিত
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ফার্মেসি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির (বিপিএস) সহযোগিতায় ২৫ সেপ্টেম্বর ২০২২ বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘Pharmacy United in Action for a Healthier World’ অর্থাৎ ‘ফার্মেসী- সুস্থ পৃথিবী গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ’। দিবসটি উপলক্ষে ফার্মেসি বিভাগ কর্তৃক এক জমজমাট র্যালির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের প্রাক্তন ডিন ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসী বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আব্দুর রশীদ, এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমীন। ফার্মেসী বিভাগের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর ছিল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মেইন ক্যাম্পাস।